পাবনা: সকাল ১০টার দিকে সাঁথিয়া উপজেলার নাড়িয়াগদাই বাজারে সংঘর্ষের ঘটনায় মুন্নাফ হোসেন (৪২) ও নাছির হোসেন (৩৫) নামে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
নিহত মুন্নাফ নাড়িয়াগদাই গ্রামের সাহেব উদ্দিনের ছেলে। তার মামাতো ভাই নাছির পাইকশা গ্রামের শামসুর রহমানের ছেলে।
আরও পড়ুন: মাগুরায় জমি সংক্রান্ত বিরোধে আহত ১২
স্থানীয়রা জানান, সকালে নাড়িয়াগদাই বাজারে কেনা জমির ওপর মুন্নাফ হোসেন ঘর তুলতে যান। এ সময় প্রতিপক্ষের গোলাম আজম বাচ্চু গ্রুপের সিদ্দিকের নেতৃত্বে লোকজন জমির মালিকানা দাবি করে ঘর তুলতে বাধা দেন। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। প্রতিপক্ষের ধারালো অস্ত্র ও লাঠির আঘাতে ঘটনাস্থলেই মুন্নাফ ও সাঁথিয়া হাসপাতালে নেয়ার পথে নাছির মারা যান।
সংঘর্ষে রওশন, মাহতাব, সামাদ, আকরাম ও ইয়াছিন আহত হন। গুরুতর আহত রওশন ও মাহতাবকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: মানিকগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে কৃষক খু
এ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এবং উভয়পক্ষ এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান সংঘর্ষ ও দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
খুলনা: রূপসায় মহিদুল মোল্লা (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
আরও পড়ুন: সিলেটে জমি সংক্রান্ত বিরোধে নিহত ১
দুপুরে রূপসার ঘাটভোগ ইউনিয়নের আনন্দনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মহিদুল আনন্দনগরের ছহির উদ্দিন মোল্লার ছেলে।
পুলিশ হত্যায় ব্যবহৃত রক্তমাখা কুড়াল উদ্ধার করেছে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, মহিদুল বিরোধপূর্ণ জমি পরিষ্কার-পরিচ্ছন্ন করতে গেলে প্রতিপক্ষ বাধা দেয়। এ সময় তর্ক-বিতর্কের এক পর্যায়ে কুড়াল দিয়ে মাথায় আঘাত করলে গুরুতর জখম হয় মহিদুল।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে জমি সংক্রান্ত বিরোধে নিহত ১
স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
ভোলা: লালমোহন উপজেলায় দুপক্ষের সংঘর্ষে ইউসুফ আলী আরিন্দা (৬৫) নামে এক বৃদ্ধ নিহত ও চারজন আহত হয়েছেন।
সকালে পশ্চিম চরউমেদ ইউনিয়নের সিকদারহাট গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইউসুফ আলী একই এলাকার গফুর আলী আরিন্দার ছেলে।
আরও পড়ুন: জমি সংক্রান্ত বিরোধে চাচার হাতে ভাতিজা খুনের অভিযোগ
স্থানীয়রা জানান, ইউসুফ আলীর সাথে দীর্ঘদিন ধরে প্রতিবেশী আজহারদের জমি নিয়ে বিরোধ চলছিল। আজ সকালের দিকে বাড়ির দক্ষিণ পাশে ফসলি জমির বেড়া দেয়া নিয়ে পার্শ্ববর্তী বাড়ির আজাহার, ছিটু, ইব্রাহিম, শহিদুল ও জাকির আল ইসলামদের সাথে ইউসুফ আলীর কথা কাটাকাটি হয়। এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
সংঘর্ষের এক পর্যায়ে ইউসুফ আলী গুরুত্বর আহত হন। পরে তাকে বাড়িতে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।
এছাড়া, নিহতের ছেলে শাহে আলম ও পুত্রবধূ মমতাজসহ চারজন আহত হন।
আরও পড়ুন: মানিকগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে নিহত ১
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
এ ঘটনায় ১২ জনের নাম উল্লেখ ও ছয়জনকে অজ্ঞাত আসামি করে মামলার দায়ের করা হয়েছে বলে জানান তিনি।