যশোরের ঝিকরগাছায় বোমা তৈরির সময় তা বিস্ফোরিত হয়ে নাজমুল আলম লিটন নামে এক ইউপি সদস্য নিহত হবার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাত আড়াইটার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত নাজমুল আলম লিটন (৪০) ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের পাঁচপোতা গ্রামের হাঁড়িয়া খালীর সাবেক ইউপি সদস্য আব্দুল ওহাবের ছেলে ও বর্তমানে পাঁচপোতা আট নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
আরও পড়ুন: চট্টগ্রামে ‘বোমা’ মেরে ব্যাংক উড়িয়ে দেয়ার হুমকি, যুবক আটক
ঝিকরগাছা হাজারীবাগ ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান বলেন, সোমবার দুপুরে উপজেলার পাঁচপোতা গ্রামের মৃত রফিক মেম্বারের বাড়িতে লিটন সহ তার কয়েকজন সহযোগী বোমা তৈরী করছিল। এসময় একটি বোমা বিস্ফোরিত হলে সে গুরুতর আহত হয়। তার সাথে থাকা লোকজন তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে গোপনে চিকিৎসা দিচ্ছিলেন। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথেই রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: কুড়িয়ে পাওয়া বোমায় শিশু নিহত, মা বোন আহত
ঝিকরগাছা থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মেজবা উদ্দিন আহম্মদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সোমবার দুপুর ১টার দিকে উপজেলার পাঁচপোতা গ্রামের মৃত রফিক মেম্বারের পরিত্যাক্ত বাড়িতে লিটন সহ তার কয়েকজন সহযোগী বোমা তৈরি করছিল। এসময় অসাবধনতা বসত একটি বোমা বিস্ফোরিত হলে লিটন গুরুতর আহত হয়। সাথে সাথে লিটনের সাথে থাকা তার সহযোগীরা তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে গোপনে যশোর সিটি হাসপাতালে এনে চিকিৎসা দিচ্ছিলেন। সেখানে সন্ধ্যার পর তার অবস্থার অবনতি হলে অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য ঢাকার নেওয়ার পথে মানিকগঞ্জ পৌছালে রাত আড়াইটার দিকে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: রাসায়নিক গুদাম: পুরান ঢাকার মানুষ বাস করছে বোমার ওপর
ঘটনাস্থল থেকে পুলিশ বিস্ফোরিত বোমার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে বলেও জানান এই কর্মকর্তা। এ ঘটনায় ঝিকরগাছা থানায় একটি মামলা হয়েছে।
রিপোর্ট লেখা পর্যন্ত নিহত লিটনের লাশ থানায় ছিল।
উল্লেখ্য, নিহত লিটন মেম্বার পাঁচপোতা গ্রামের আওয়ামী লীগ নেতা ওমর হত্যাকাণ্ডের অন্যতম আসামি ছিল।