ঠাকুরগাঁওয়ে কঠোর বিধিনিষেধ তেমনভাবে কেউ মানছেন না। কমছেও না করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ২০৯ জনের নমুনা পরীক্ষা করে ১০১ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৮ দশমিক ৩২ শতাংশ।
বৃহস্পতিবার সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ঠাকুরগাঁও জেলায় নতুন ১০১ জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে সদর উপজেলায় ৫৭ জন, রানীশংকৈলে ১১ জন, বালিয়াডাঙ্গীর ১২ জন, পীরগঞ্জের ১৪ জন ও হরিপুরের ৭ জন রয়েছে।
আরও পড়ুন: সিলেটে করোনায় আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ১২৫
তিনি আরও জানান, বৃহস্পতিবার করোনা সংক্রমিত পীরগঞ্জে ৭৫ বছর বয়সের একজন পুরুষ ও রাণীশংকৈলে ৪৫ বছর বয়সী এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আরও পড়ুন:রামেকে করোনায় একদিনের রেকর্ড মৃত্যু ১৮
সিভিল সার্জন বলেন, ঠাকুরগাঁও জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ২ হাজার ৮২১ জন, যাদের মধ্যে ১ হাজার ৭১২ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং এ পর্যন্ত মারা গেছেন ৬৫ জন।
আরও পড়ুনঃ খুলনায় করোনাভাইরাসে পুলিশ কনস্টেবলের মৃত্যু
জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে বিধিনিষেধ না মানায় বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলার বিভিন্ন স্থানে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৩ টি মামলায় বিভিন্ন জনকে ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।