দিনাজপুরের চিরিরবন্দরের সাহাপুর কামারপাড়া সীমান্তে এক বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা।
খবর পেয়ে বুধবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে, মঙ্গলবার মধ্যরাতে নিহত হয়েছে সে। তবে বিএসএফের (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী) গুলিতে কি না তা নিশ্চিত হতে পারেননি বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) কর্মকর্তারা।
আরও পড়ুন: রাজশাহীতে স্ত্রী হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামির লাশ উদ্ধার
নিহত বাংলাদেশি যুবক মঞ্জুরুল ইসলাম (২৩) চিরিরবন্দরের পুনট্টি ইউনিয়নের (বি-আমতলীর শাহাপাড়া) পাথারীপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।
জানা গেছে, বাংলাদেশি আমতলী ক্যাম্পের সীমান্ত পিলার ৩৯৫ এবং ৩০৬ নম্বরের মধ্যবর্তী স্হানে শাহাপুর কামারপাড়া বাংলাদেশি সীমান্ত এলাকায় নিহতের লাশ পড়েছিল।
আইন প্রয়োগকারী সংস্হার সদস্যরা পৌঁছানোর আগেই লাশ বাড়িতে নিয়ে গিয়েছিল স্বজনরা।
বিজিবি ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলমগীর কবির জানান, মঙ্গলবার রাতে সীমান্তের সাহাপুর কামারপাড়া এলাকায় হত্যাকাণ্ড ঘটেছে।
তিনি জানান, সকালে গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখতে পান স্হানীয়রা।
তবে সীমান্তে বিএসএফের রায়গঞ্জ ২৬ ব্যালিয়নের সংশ্লিষ্ট ক্যাম্পের সদস্যদের গুলিতে নিহত কি না তা নিশ্চিত হতে পারেননি তারা।
এদিকে নিহতের বাড়িতে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে চিরিরবন্দর থানা পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জানান, নিহতের হাত এবং কোমরে চারটি গুলির আলামত দেখতে পেয়েছেন তারা।
লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে পাঠানো।
আরও পড়ুন: নাটোরে বিল থেকে কৃষকের লাশ উদ্ধার