নাটোরে এবার ইসলামী আন্দোলনের এক কর্মীকে মাদরাসা থেকে তুলে নিয়ে হাত ভেঙে রাস্তায় ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
এলাকাবাসী জানায়, শুক্রবার সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষ করে নাটোর সদর উপজেলার মাঝদিঘা নুরানী মাদরাসার অধ্যক্ষ মাওলানা সাইদুল ইসলাম কোরআন তেলাওয়াত করছিলেন।
আরও পড়ুন: নাটোরে পণ্যবাহী নছিমন আগুন দিয়েছে দুর্বৃত্তরা
এ সময় একটি সাদা মাইক্রোবাসে পাঁচজন অজ্ঞাত ব্যক্তি তাকে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এরপর তাকে পিটিয়ে বাম হাত ভেঙে মাদরাসা থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে রাস্তার পাশে ফেলে দিয়ে চলে যায়।
আহত মাওলানা সাইদুল ইসলামের আর্তনাদে লোকজন গিয়ে তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ জানিয়েছেন, ঘটনাটি তারা শুনেছেন অভিযোগ পেলে ব্যাবস্থা নেবেন।
আরও পড়ুন: নাটোরে পানিতে ডুবে শিশুর মৃত্যু