নাটোর সদরসহ পৌর এলাকায় করোনা সংক্রমণের হার আগের দিনের চেয়ে কিছুটা কমলেও এখনো রয়েছে ৬২ শতাংশের ওপরে।
তবে সর্বশেষ ২৪ ঘণ্টার হিসাবে করোনা সংক্রমণের সার্বিক হার বেড়ে ৫৩ শতাংশে গিয়ে দাড়িয়েছে। অর্থাৎ ১৫৪ জনের নমুনা পরীক্ষা করে ৮২ জনের শরীরে সংক্রমণ ধরা পড়ে। এদিকে স্থান সংকুলান হচ্ছেনা হাসপাতালে।
আরও পড়ুন: মতলবের ইউএনও মেয়েসহ করোনায় আক্রান্ত
সদর হাসপাতালের সহকারী পরিচালক পরিতোষ কুমার রায় জানান, নাটোর সদর হাসপাতালের ৩১ শয্যার করোনা ইউনিটকে ইয়োলো জোন পর্যন্ত সম্প্রসারণ করে ৩৯ জন রোগীকে সেখানে চিকিৎসা দেয়া হচ্ছে। আর সিংড়ায় সংক্রমণের হার মাত্র ১৬ শতাংশ।
আরও পড়ুন: করোনায় ২.৫ কোটি মানুষ দরিদ্র হবার দাবি নাকচ অর্থমন্ত্রীর
নাটোরে সংক্রমণের ভয়াবহতা রোধে ৭ দিনের চলমান লকডাউনের তৃতীয় দিনেও কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। অবাধ চলাচল নিয়ন্ত্রণে টহলের পাশাপাশি নাটোর শহরের ১২টি পয়েন্টে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। তবে থামানো যাচ্ছেনা বাজার কেন্দ্রীক মানুষের উপস্থিতি।
আরও পড়ুন: করোনায় রামেকে আরও ১২ জনের মৃত্যু