র্যাব এর অভিযানে নারায়ণগঞ্জ জেলার চিটাগাং রোড হতে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে ৩২ কেজি গাঁজা জব্ধ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১১।
বুধবার সকালে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকায় এই অভিযান চালানো হয়।
আরও পড়ুন: যশোরে গাঁজাসহ আটক ২ : র্যাব
আটক মাদক ব্যবসায়ীরা হলেন কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন সুবর্ণচর এলাকার আবদুর রহিম এর ছেলে মোঃ কবির হোসেন (২৩) ও একই এলাকার শ্রী দুলু নাথ এর ছেলে শ্রী রাজেন দেবনাথ (২২)।
র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি আভিযানিক বুধবার সকালে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
আরও পড়ুন: খুলনায় আনসার আল ইসলামের দুই সদস্য আটক
প্রাথমিক অনুসন্ধান ও আটক মাদক ব্যবসায়ীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ যাত্রীবাহী বাসে সাধারণ যাত্রী সেজে তাদের ব্যবহৃত ট্রাভেল ব্যাগে করে অভিনব পদ্ধতিতে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় সরবরাহ করে আসছিল।
আটককৃত আসামিদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে ৮৮ কেজি গাঁজাসহ আটক ৩: র্যাব