নারায়ণগঞ্জের আড়াইহাজারে মুক্তিপণের ৩০ হাজার টাকাসহ ‘অপহরণকারী’কে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার র্যাব-১১ এর মিডিয়া অফিসার মো. রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ভুক্তভোগী দিপু মোল্লা (৩২) একজন মুদী ব্যবসায়ী।
গ্রেপ্তার মো. সজিব মিয়া (৪০) নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার পাঁচরুখী এলাকার মো. বাবু মিয়ার ছেলে।
আরও পড়ুন: খুলনায় রহিমা ১৮ দিন ধরে নিখোঁজ, স্বামীসহ গ্রেপ্তার ৬
বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-১১ এর একটি অভিযানিক দল বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজারের পাচরুখী এলাকায় টহল দেয়ার সময় ওই এলাকা থেকে ভুক্তভোগী দিপু মোল্লা ও মুক্তিপনের ৩০ হাজার টাকা উদ্ধার করে। এসময় তারা অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সজিব মিয়াকে গ্রেপ্তার করে।
এতে আরও বলা হয়, আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ১০/১২ দিন গ্রেপ্তার আসামি নিজেকে চাল ব্যবসায়ী পরিচয় দিয়ে তার গোডাউনে থাকা চাল স্বল্পমূল্যে ভুক্তভোগীর কাছে বিক্রির প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীকে একটি প্রাইভেটকারে করে আড়াইহাজার থানার পাচরুখী সাকিনস্থ কালীবাড়ী রোডের একটি বাড়িতে এনে আটক করে রাখে। এসময় ভুক্তভোগীকে মারপিট করে ও মৃত্যুর ভয় দেখিয়ে তার কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এরপর ভুক্তভোগীর মোবাইল থেকে তার মায়ের কাছে ফোন দিয়ে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তখন ভুক্তভোগীর মা ৩০ হাজার টাকা নিয়ে পাচরুখী ভূইয়া পাড়া কালীবাড়ী রোডের বালুর মাঠে উপস্থিত হলে অপহরণকারী টাকা নিতে আসলে র্যাব মুক্তিপণের ৩০ হাজার টাকাসহ অপহরণকারী সজিব মিয়াকে গ্রেপ্তার করে। এছাড়া তার অপর সহযোগী পালিয়ে যাওয়ায় র্যাব-১১ কর্তৃক পলাতক আসামিকে গ্রেপ্তার করার কার্যক্রম চলমান আছে।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় একটি মামলা চলমান রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: সুনামগঞ্জে শিশু নির্যাতনের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার
গাজীপুরে মাদরাসাছাত্রকে যৌন নিযার্তনের অভিযোগে ৪ শিক্ষক গ্রেপ্তার