নিখোঁজের দুইদিন পর সাগরে ভেসে উঠলো জেলের লাশ। চট্টগ্রামের বাঁশখালী মদিনা পাড়া সৈকত এলাকায় শুক্রবার সকাল ১১টার দিকে কয়েকজন মো. নেজাম উদ্দিনের (২১) লাশ ভাসতে দেখে। পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে। গত বুধবার এই এলাকাতেই সাগরে নেমে নেজাম উদ্দিন নিখোঁজ হয়েছিলেন।
তিনি বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সর্দার পাড়া এলাকার তাহের মিয়ার ছেলে।
আরও পড়ুনঃ জাফলংয়ে দুই দিন পর ভেসে উঠল পর্যটক ইমরানের লাশ
নিখোঁজ নেজাম উদ্দিনের ভাই জমির বিন হাসান বলেন, ‘গত বুধবার বেলা ১টার দিকে যখন ভাটা হচ্ছিল, তখন নেজাম দেখেন স্রোতের তোড়ে তাঁর নৌকা ভেসে যাচ্ছে। নৌকা আটকে রাখতে তিনি পানিতে ঝাঁপ দেন। সাঁতরে নৌকার পিছু নেন। এ সময় তিনি তলিয়ে যান। তখন ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড যৌথ তল্লাশি চালিয়েও তাঁর সন্ধান পায়নি। শুক্রবার সকাল ১১টার দিকে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে। পরে আমরা গিয়ে নেজামের লাশ বলে শনাক্ত করি।
আরও পড়ুনঃ নৌবাহিনীর অভিযানে নিখোঁজ সেনা সদস্যের লাশ উদ্ধার
বাঁশখালী ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুর রহমান জানান, সাগরের স্রোতে নিখোঁজ নেজাম উদ্দিনকে খুঁজতে বাঁশখালী ফায়ার সার্ভিস দলের সদস্যরা চেষ্টা চালিয়েছিল। কিন্তু তখন তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। দুইদিন পর আজ তার মরদেহ উদ্ধার করা হয়।