নোয়াখালীর বেগমগঞ্জে কথা কাটাকাটির জের ধরে ব্যবসায়ীকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। এই ঘটনায় সন্দেহভাজন তিন জন আটক করেছে পুলিশ।
শনিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার চৌমুহনী বাজারের ডিবি রোডের হোসেন সুপার মার্কেটের সামনে ভাই ভাই স্পোর্টস দোকানের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মো. আয়মন (১৮) উপজেলার চৌমুহনী পৌরসভার ৫নং ওয়ার্ডের গণিপুর গ্রামের খালাসী বাড়ির মো. নুরনবীর ছেলে।
আটকরা হলেন, চৌমুহনী পৌরসভার ৪নং ওয়ার্ডের আব্দুল হাই মিলনের ছেলে মো. পাভেল (২১), একই ওয়ার্ডের বাচ্চু মিয়ার ছেলে মো. রাকিব (২০) ও আজাদ মিয়ার ছেলে নিরবকে (২০)।
আরও পড়ুন: প্রেমিকার ঋণ শোধ করতেই নাটোরে ব্যবসায়ীকে হত্যা
জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, শনিবার রাত সাড়ে ৭ টার সময় ফেনী-লক্ষ্মীপুর মহাসড়কে চৌমুহনী হোসেন মার্কেটের সামনে ভাই ভাই স্পোর্টস দোকানের সামনে বাহিরে সড়কে খোলা জায়গায় জুতা বিক্রি করতো মোহাম্মদ আয়মন। এই সময় মোহাম্মদ পাভেল, মোহাম্মদ রাকিব ও নিরব জুতা কিনতে আসলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে একজন ছুরি দিয়ে আয়মনের বুকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে লাইফ কেয়ার হসপিটালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ তৎক্ষণিক অভিযান চালিয়ে সন্দেহভাজন তিনজনকে আটক করে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে গরু ব্যবসায়ীকে হত্যার অভিযোগে গ্রেপ্তার ৫
তিনি জানান, প্রধান আসামি মো.পাভেল যে ছুরি দিয়ে হত্যা করেছিল সে ছুরি জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এছাড়া এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে।