সৌদি আরবের সাথে মিল রেখে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের উত্তর কামারপাড়া জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। পুলিশ পাহারায় ৪ পরিবারের ৭ জন মুসল্লি ঈদের জামাত আদায় করেছেন।
মঙ্গলবার সকালে একদিন আগে ঈদের জামাত আদায়কে কেন্দ্র করে ওই মসজিদের অধিকাংশ মুসল্লি বিরোধিতা করেন। এনিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষকে শান্ত করেন। পরে পুলিশ পাহারায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুনঃ ঈদুল আজহা ২১ জুলাই
উত্তর কামারপাড়া মসজিদের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, মসজিদের সহ সভাপতি আব্দুল কাদের জানান, গত রমজান ঈদেও ওই ৪-৫টি পরিবারের সদস্যরা নারীদের নিয়ে মসজিদে একদিন আগে ঈদের নামাজ আদায় করেছিল। এরপর আমরা মসজিদের ৬৮টি পরিবারের মুসল্লিরা বসে সিদ্ধান্ত নিয়েছি নারীদের নিয়ে তাদের মসজিদে নামাজ আদায় করতে দেব না। এবারও তারা নারীদের নিয়ে নামাজ আদায় করতে চেয়েছিল। মুসল্লিদের বাঁধায় শুধু ৬-৭ জন মুসল্লি মসজিদে নামাজ আদায় করেছে।
আরও পড়ুনঃ ঈদুল আজহা: হিলি স্থলবন্দরে আমদানি রপ্তানি ৬ দিন বন্ধ
উত্তর কামারপাড়া মসজিদের সভাপতি মো. আব্দুল্লাহ জানান, কোরআনে নারী পুরুষ সবার জন্য হুকুম সমান এ কারণে গত রমজান ঈদে আমরা মসজিদে ঈদের নামাজ আদায় করেছি। এবারও প্রায় ৪০ পরিবারের পুরুষ ও নারীরা নামাজ আদায়ের জন্য জড়ো হয়েছিল। কিন্তু মসজিদের একদল মুসল্লি আমাদের মসজিদে নামাজ আদায়ে বাঁধা দেয়। পরে পুলিশি পাহারায় আমরা কয়েকজন ঈদের নামাজ আদায় করেছি।
আরও পড়ুনঃ গ্রিসে বাংলাদেশ কমিউনিটির ঈদুল আজহা উদযাপন
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ মিয়া জানান, ওই মসজিদের মুসল্লিদের মধ্যে একদিন আগে নামাজ আদায়কে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছিল। আইনশৃংঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে এমন পরিস্থিতি বিবেচনা করে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে উভয়পক্ষকে শান্ত করি। আমাদের উপস্থিতিতে ৪টি পরিবারের ৬-৭ জন নামাজ আদায় করেন।