পঞ্চগড়ে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার জেলার বোদা ও তেঁতুলিয়া উপজেলায় এ দুটি দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাংগা গ্রামের মাছ ব্যবসায়ী সালাহউদ্দিনের ছেলে সুমন (১৬) ও তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের উত্তর বালাবাড়ি গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে আবু শাহ মিনু (৩৫)। নিহত সুমন ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সুমন বৃহস্পতিবার প্রাইভেট শিক্ষকের পড়া শেষে মোটরসাইকেল যোগে গ্রামের বাড়ি ফিরছিল। পথিমধ্যে জেলার বোদা উপজেলার কালিয়াগঞ্জ ভাউলাগঞ্জ সড়কের বগদুলঝুলা সরকারপাড়া এলাকায় বাইসাইকেলের সাথে মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে। রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২
এসময় একই ইউনিয়নের নুতন বাংলা গ্রামের শফিকুল ইসলাম ঝুনুর ছেলে বাইসাইকেল চালক আল আমিন (৩৫) আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
বড়শশী ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন ও বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থীর মত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে বুধবার গভীর রাতে জেলার উপজেলাধীন বুড়াবুড়ি ইউনিয়নের ভেরসা সেতুর উপর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ের সাথে ধাক্কা খেয়ে আবু শাহ মিনু মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩
পুলিশ ও স্থানীয়রা জানান, মিনু ভজনপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে বুড়াবুড়ির ভেরসা সেতু এলাকায় আসলে ঘনকুয়াশার কারণে সড়ক ও সেতু দেখতে পাননি। এতে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর বাম পাশে থাকা রেলিংয়ের সাথে ধাক্কা খেয়ে সড়কের ওপর ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রতিনিধি দল তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু চিকিৎসক মিনুকে মৃত ঘোষণা করেন।