ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে ট্রলার ডুবে শেখ মজিদ নামে এক গরু ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চর হরিরামপুর ইউনিয়নের পদ্মা নদীর জলসীমায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: নিখোঁজের ২ দিন পর মালয়েশিয়ান নাবিকের লাশ উদ্ধার
শেখ মজিদ গাজিরটেক ইউনিয়নের রমেশ বালার ডাঙ্গী গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার সময় সঙ্গে তার ছেলেসহ আরও তিন ব্যক্তি ছিলেন।
উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন, গাজিটেক ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার শেখ, আহমদ মোল্লা, আলতাফ জোয়ারদার ও শুকুর আলী।
আনোয়ার শেখ বলেন, গরু ও ছাগল বিক্রি শেষে একটি ট্রলারে করে বড়ি ফিরছিলাম। তখন পদ্মা নদীতে তীব্র স্রোত ও ঢেউ থাকায় নৌকাটি পানিতে তলিয়ে যায়। তখন আমরা নৌকার মাচাইল ধরে পানিতে ভাসতে থাকি। প্রায় ২৫ মিনিট ভেসে থাকার পর একটি মাছ ধরার ট্রলার আমাদের উদ্ধারে এগিয়ে আসে। প্রথমে বাবাকে (মজিদ) তুলতে চেষ্টা করা হলেও তিনি ঢেউয়ের তোড়ে তলিয়ে যান। পরে চারজনকে উদ্ধার করা হয়।
চরভদ্রাসন ফায়ার সার্ভিস এর স্টেশন মাস্টার মুর্তজা ফকির বলেন, খবর পেয়ে নদীতে অভিযান পরিচালনা করা হচ্ছে। এখনো নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি।
আরও পড়ুন: চট্টগ্রামে খালে ভেসে যাওয়ার একদিন পর নিখোঁজ নানী-নাতির লাশ উদ্ধার