মুন্সীগঞ্জের মুক্তারপুরে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনার পরদিন বৃহস্পতিবার সহস্রাধিক আসামি করে দুটি মামলা হয়েছে। পুলিশ ২৪ জনকে গ্রেপ্তার করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অর্থ) সুমন দেব সন্ধ্যায় জানান, পুলিশের ওপর হামলা, অস্ত্র লুটের চেষ্টা ও সরকারি কাজে বাঁধা দেয়ার ঘটনায় সদর থানায় উপপরিদর্শক (এসআই) মাঈনউদ্দিন বাদী হয়ে জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতনকে প্রধান আসামি করে দলের ৩১৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় আরও সাত থেকে ৮০০ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন।
উপপরিদর্শক (এসআই) মাঈনউদ্দিনের দায়ের করা এ মামলায় ২৪ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আরও পড়ুন: বরিশালে অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেপ্তার
আগেরদিন বুধবার দিবাগত রাতে মুক্তারপুরসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ এই ২৪ জনকে আটক করে। তাদের সকলের পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ সন্ধ্যায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
রবিবার রিমান্ড শুনানির দিন ধার্য করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, মুক্তারপুর এলাকার বাসিন্দা আব্দুল মালেক বাদী হয়ে দোকানপাট ভাংচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় অপর আরেকটি মামলা দায়ের করেন। এতে মুন্সীগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন আহমেদকে প্রধান আসামি করা হয়েছে। মামলায় ৫২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করা হয়েছে আরও এক থেকে দেড়শ’ জনকে।
এদিকে পুলিশের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলার প্রতিবাদে বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগ ও জেলা স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। বিকালে শহরের কাচারীস্থ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সমাবেশ হয়।
পরে বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে শেষ।
সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মো. মহিউদ্দিন, সহ-সভাপতি মো. আনিছউজ্জামান আনিছ, পৌর মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন ভূইয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মতিন, অ্যাডভোকেট শাহীন মো. আমানুল্লাহ প্রমুখ।
বক্তারা এ সময় বিএনপি জামাতের নৈরাজ্য ও পুলিশের ওপর বর্বরোচিত হামলার তীব্র প্রতিবাদ জানান।
সকালে শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকা থেকে জেলা স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে প্রতিবাদ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানারপুল এলাকায় এসে সমাবেশে মিলিত হয়।
এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল-মাহমুদ বাবু ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম মাওলা তপন প্রমুখ।
আরও পড়ুন: সিরাজগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার