রাজশাহী পশ্চিম রেলওয়ে থানার (ওসি) মোহাম্মদ শাহ কামাল জানান, রেলের নিরাপত্তা বাহিনীর চার সদস্য ও একজনকে অজ্ঞাতনামা আসামি করে বৃহস্পতিবার রাতে ট্রাফিক কনস্টেবল রিয়াজ মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন- নায়েক কাইয়ুম, সিপাহী শাহিন, মিজান ও বেলাল।
আরও পড়ুন: চেক জালিয়াতি: মাগুরা পুলিশ সুপার কার্যালয়ে ২.৬৬ কোটি টাকা আত্মসাৎ
ওসি জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাংলাবান্ধা ট্রেন রাজশাহীতে এসে পৌঁছায়। আর আগে থেকেই স্ত্রীসহ স্বজনদের রিসিভ করতে স্টেশনে অবস্থান করছিলেন রিয়াজ। পরে স্বজনরা বাংলাবান্ধা ট্রেন থেকে নামলে গেটে টিকিট চেকাররা তাদের ধরে টিসির (টিকিট সংগ্রহকারী) রুমে নিয়ে আসেন। এর পরে টিসি রিয়াজের কাছে তাদের টিকিট দেখতে চান। পাঁচ যাত্রীরই টিকিট দেখান তিনি। এসময় টিসি তাকে জিজ্ঞাসা করেন, আপনাদের টিকিট কই? উত্তরে ট্রাফিক কনস্টেবল রিয়াজ বলেন, ‘আমরা দুজন স্ত্রীসহ পাঁচ যাত্রীকে রিসিভ করতে এসেছি।’ পরে টিসি তাদের চলে যেতে বলেন।
আরও পড়ুন: চট্টগ্রামে পুলিশের উদ্ধার করা চোরাই পেঁয়াজ নিলামে
এসময় রিয়াজ স্ত্রীসহ স্টেশন থেকে বের হতে গেলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা বাধা দেয়। এক সময় তারা কনস্টেবল রিয়াজকে গালাগালি করে। এসময় রিয়াজ আবার টিসির রুমে এসে অভিযোগ করে বাইরে গেলে নায়েক কাইয়ুম, সিপাহী শাহিন, মিজান, বেলাল ও অজ্ঞাত একজন মিলে তাকে মারধর করে।
ওসি মো. শাহ কামাল বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।