বঙ্গোপসাগরের বাগেরহাট উপকূলে ২৪ জন জেলেকে নিয়ে দুটি মাছ ধরা ট্রলার ডুবে গেছে। ট্রলারডুবিতে নিখোঁজ এক ট্রলার মালিকের লাশ উদ্ধার করেছে বন বিভাগ ও জেলেরা।
মঙ্গলবার সকালে দুবলারচর থেকে দুই কিলোমিটার পূর্বে বঙ্গোপসাগরের অফিস কেল্লার কাছে মাছ ধরার ওই ট্রলার দুটি ডুবে যায়। এসময় দুটি ট্রলারের ২৩ জন জেলেকে অন্য ট্রলারের জেলেদের সহায়তায় উদ্ধার হলেও এক ট্রলার মালিক নিখোঁজ থাকেন। পরে দুপুরে বন বিভাগ এবং সাগরে মাছ ধরতে থাকা জেলেদের সহায়তায় নিখোঁজ ট্রলার মালিকের লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: মধুমতি নদীতে ট্রলারডুবিতে যুবকের মৃত্যু
ট্রলার ডুবিতে নিহত রুহুল আমিন খান (৪৫) বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার দক্ষিণ চরদোয়ানী গ্রামের ইসহাক খানের ছেলে বলে বন বিভাগ জানায়।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, দুটি ট্রলার নিয়ে জেলেরা অফিস কেল্লার কাছে মাছ ধরছিল। ঝড়ের কবলে পড়ে সকাল ৭টার দিকে ট্রলার দুটি ডুবে যায়। এসময় ওই ট্রলারে থাকে ২৪ জেলের মধ্যে ২৩ জনকে উদ্ধার করা হলেও এক ট্রলার মালিক নিখোঁজ থাকে। পরে বেলা ১টার দিকে বন বিভাগ এবং জেলেরা তল্লাশি করে ভাসমান অবস্থায় নিখোঁজ ট্রলার মালিকের লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৪ জনের মৃতদেহ উদ্ধার
এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় গুলাবের প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠেছে। নদ-নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে পানি বৃদ্ধি পেয়েছে। উপকূলীয় জেলা বাগেরহাটসহ বিভিন্ন এলাকায় মাঝে মধ্যে গুড়িগুড়ি বৃষ্টি ঝরছে। সেই সাথে দমকা বাতাস বয়ে যাচ্ছে।