শনিবার ভোরে ট্রলারডুবির এ ঘটনায় এখনো পর্যন্ত ১৩ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা।
সেন্টমার্টিন কোস্টগার্ড সূত্র জানায়, সপ্তাহ খানেক আগে চট্টগ্রাম থেকে ২৬ জন জেলেসহ এফভি যানযাবিল নামে একটি মাছ ধরার ট্রলার বঙ্গোপসাগরে সেন্টমার্টিনের অদূরে মাছ ধরতে যায়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আজ (শনিবার) ভোর সাড়ে ৫টার দিকে ট্রলারটি ডুবে যায়।
আরও পড়ুন: মেঘনায় বিয়ের যাত্রীবাহী ট্রলারডুবি, নববূধসহ ৭ জনের লাশ উদ্ধার
মেঘনায় লঞ্চ ডাকাতি, যাত্রীদের সর্বস্ব লুট
হাতিয়ায় ট্রলার ডুবি: নিখোঁজ ২ জেলের লাশ উদ্ধার
এদিকে, ট্রলারটি ডুবে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থল যেয়ে অন্যান্য জেলেদের সহায়তায় নৌবাহিনী ও কোস্টগার্ড যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করছে। তবে তারা ডুবে যাওয়া ট্রলারের কোনো সন্ধান পাননি।
এদিকে, ডুবে যাওয়া ট্রলারের মালিক চট্রগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, ভোরে হঠাৎ ঘন কুয়াশায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হলে ট্রলারটি ডুবে যায়। মোট ২৬ জন জেলো তার এই ট্রলারটি চট্টগ্রামের কর্ণফুলী থেকে এক সপ্তাহ আগে সাগরে গিয়েছিল বলে জানান তিনি।
আরও পড়ুন: নেত্রকোণায় ট্রলারডুবি: আরও ২ লাশ উদ্ধার, মামলার পর গ্রেপ্তার ৫
সুন্দরবনে পশুর নদীতে ট্যুরিস্ট লঞ্চডুবি
কোস্টগার্ডের ঢাকা কার্যালয়ের মিডিয়া শাখার কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক বলেন, ‘মাছ ধরার ট্রলার ডুবে যাওয়ার খবর পেয়ে কোস্টগার্ডের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে এ পর্যন্ত চারজনের মৃতদেহ ও ১৩ জনকে জীবিত উদ্ধার করেছে।’