সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবলীগ নেতা টিটু চৌধুরীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে নগরের শাপলাবাগে নিজ বাসার সামনে বন্যার পানির নিচে ছিঁড়ে যাওয়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে তিনি মারা যান।
টিটুর পরিবারের বরাত দিয়ে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, ‘শাপলাবাগে টিটুর বাসা বন্যার পানিতে তলিয়ে গেছে। শনিবার দুপুর ১২ টার দিকে তিনি বাসার সামনের সড়কে আসেন। এসময় পানিতে ছিঁড়ে পড়া একটি বিদ্যুতের তারে স্পৃষ্ট হন টিটু।’
মুক্তি আরও জানান, ‘সঙ্গে সঙ্গেই ওসমানী হাসপাতালে নিয়ে আসলে বেলা সাড়ে ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী শামস ই আরেফিন বলেন, ‘অনেক জায়গায়ই বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছে। খবর পাওয়ামাত্র আমরা তা মেরামত করছি। কিন্তু পানির কারণে অনেক জায়গায় তার ছেঁড়ার বিষয়টি বুঝা যাচ্ছে না। এ অবস্থায় সবাইকে সতর্কভাবে চলাচল করতে হবে।’