কুড়িগ্রামে পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা কবলিতরা চরম ভোগান্তিতে রয়েছে। ঘরে পানি প্রবেশ করায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। অনেকে বাড়িঘর ছেড়ে বাঁধে ও আত্মীয়-স্বজনের বাড়িতে ঠাঁই নিয়েছেন।
জেলার বিভিন্ন এলাকা পানিবন্দী হয়ে পড়ায় খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। একই সাথে গবাদিপশুর খাদ্যেরও তীব্র সংকট তৈরি হয়েছে। নিম্নবিত্তরা এক বেলা খাচ্ছেন তো আরেক বেলা অনাহারে থাকছেন।
আরও পড়ুন: কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরও অবনতি
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম জানান, শুক্রবার সকালে ব্রহ্মপুত্র নদের পানি চিলমারী পয়েন্টে ৫০ সেন্টিমিটার ও ধরলা নদীর পানি ব্রিজ পয়েন্টে ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মঞ্জুরুল হক জানান, বন্যার ফলে জেলায় প্রায় ৩০ হাজার হেক্টর রোপা আমন, শাকসবজি ও বীজতলা তলিয়ে গেছে।
অপরদিকে, তিস্তা নদীসহ বেশ কয়েকটি নদীতে তীব্র ভাঙন দেখা দেয়ায় গাছপালা, পুকুর, আবাদি জমিসহ বসতভিটা নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। চলতি বন্যায় তিস্তার ভাঙনে সহস্রাধিক বাড়িঘর ও দেড় শ’ বিঘা আবাদি জমি বিলীন হয়েছে।
আরও পড়ুন: মাগুরায় বন্যার পানিতে রাস্তা ডুবে জনদুর্ভোগ চরমে
কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জানান, বন্যা দুর্গতদের আশ্রয়কেন্দ্রে স্থানান্তরসহ তাদের জন্য বিশুদ্ধ পানি ও ভ্রাম্যমাণ লেট্রিনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও বৃহস্পতিবার থেকে উপ-বরাদ্ধকৃত ২৮০ মেট্রিক টন চাল ও ১২ লাখ ৫০ হাজার টাকা দুর্গত এলাকায় বিতরণ শুরু হয়েছে।