নড়াইলের লোহাগড়া উপজেলার রামপুর এলাকায় বিয়ের ৮মাসের মাথায় এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে ।
নিহত নন্দিতা সরকার (১৮) নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতি থানার পুটিমারি গ্রামের নিতাই সরকারের মেয়ে। মাত্র আটমাস আগে লোহাগড়া উপজেলার রামপুর এলাকার গোপাল রায়ের ছেলে ইলেকট্রনিক্স পণ্য ব্যবসায়ী মিঠুন রায়ের (২৫) সঙ্গে নন্দিতার বিয়ে হয়।
আরও পড়ুনঃ পাবনায় বাড়িতে ঢুকে গৃহবধূকে গলা কেটে হত্যা
নন্দিতার ভাই ও মামলার বাদী উজ্জ্বল সরকার জানান, বিয়ের পর তার ছোট বোনের স্বামী মিঠুন ও পরিবারের সদস্যরা যৌতুক দাবি করে নন্দিতাকে মারধরসহ মানসিক নির্যাতন শুরু করে। এছাড়া বিভিন্ন সময়ে পারিবারিক কলহের জের ধরে নন্দিতাকে নির্যাতন করত মিঠুন ও তার পরিবার।
তার অভিযোগ, গত রবিবার রাত ১১টার দিকে নন্দিতার স্বামীসহ তার পরিবারের লোকেরা নন্দিতাকে কাপড় পেচিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করে। ঘটনার পর নন্দিতার স্বামী ও পরিবারের সদস্যরা তাকে লোহাগড়া হাসপাতালে ফেলে দ্রুত পালিয়ে যায়।
আরও পড়ুনঃ যশোরে গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী ও শাশুড়ি আটক
এই ঘটনা উল্লেখ করে নন্দিতার ভাই উজ্জ্বল সরকার বাদী হয়ে ২ আগষ্ট লোহাগড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। নন্দিতা সরকারের পরিবারের অভিযোগ নন্দিতাকে শ্বাসরোধ করে হত্যা করে হয়েছে। ঘটনা টের পেয়ে পাশের প্রতিবেশীরা আসলে, তারা মৃত অবস্থায় নন্দিতাকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার মৃত ঘোষণা করলে লাশ ফেলেই সবাই পালিয়ে যায়।
আরও পড়ুনঃ খুলনায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মিলন জানান, মৃত নন্দিতা সরকারের ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়া গেলে বোঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।