ভারতে পাচারের সময় এক যুবকের পাকস্থলী থেকে ৪০০.৬৬ গ্রাম ওজনের তিনটি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা ও এসএসআই সদস্যরা। এসময় সহযোগিসহ যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার সকাল ১০টার দিকে বেনাপোল কাস্টমস চেকপোস্ট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ফাহাদুজজামান (২৩) শরিয়তপুর জেলার পালং থানার সোলপাড়া গ্রামের নূরুজজামানের ছেলে এবং তার সহোযোগি একই এলাকার কাসেম খানের ছেলে নানটু।
বেনাপোল কাস্টমসের যুগ্ম- কমিশনার আব্দুর রশিদ মিয়া জানান, গোপন সংবাদ পেয়ে কাস্টমস কর্মকর্তারা এক সহোযোগিসহ ফাহাদুজজামানকে গ্রেপ্তার করে। পরে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে এক্সরে করে পাকস্থলী থেকে তিনটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
গ্রেপ্তার দুই যুবকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে বলে জানান তিনি।