যশোরের বেনাপোল ইমিগ্রেশন-কাস্টমসে জাহাঙ্গীর হোসেন নামে একজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা। এ সময় তার কাছ থেকে ২৩৩ গ্রাম ওজনের দুইটি স্বর্ণের বার জব্দ করা হয়েছে বলে দাবি করেছে শুল্ক গোয়েন্দার সদস্যরা।
আটক মেহেদী হাসান কুমিল্লার চানদিনা থানার জোয়াগ গ্রামের আব্দুল বাতেনের ছেলে। সোমবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সন্দেহজনকভাবে তাকে আটক করে শুল্ক গোয়েন্দা সদস্যরা।
আরও পড়ুন: চট্টগ্রামে বিমানে আসনের নিচ থেকে সাড়ে ৪ কেজি স্বর্ণালঙ্কার জব্দ
তার পাসপোর্ট নম্বর- ইঙঙ২৭২৯৭১
শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, তারা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মেহেদী হাসান নামে একজন পাসপোর্টধারী যাত্রীকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যাত্রী তার পায়ুপথে দুইটি স্বর্ণের বার আছে বলে স্বীকার করে। পরে স্বর্ণের বার দুইটি উদ্ধার করা হয়। যার ওজন ২৩৩ গ্রাম এবং মূল্য প্রায় ২০ লাখ টাকা।
বেনাপোল শুল্ক গোয়েন্দা কামাল হোসেন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্টথানায় সোপর্দ করা হবে।
আরও পড়ুন: চট্টগ্রাম বিমানবন্দরে ৪টি স্বর্ণের বার জব্দ, আটক ২