নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসান চরে রোহিঙ্গা শরণার্থী আশ্রয় কেন্দ্রে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। সোমবার সকালে শিশুটির বাবা ভাসানচর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এই মামলা করেন।
আরও পড়ুন: রাজধানীতে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার
জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, শিশুটি ভাসানচর রোহিঙ্গা আশ্রয় কেন্দ্র -৩ এ বসবাসরত অন্যান্য শিশুদের সাথে পাশের ১৪ নং আশ্রয়কেন্দ্রে সোমবার সকাল ১১টার দিকে খেলতে যায়। এর কিছুক্ষণ পর অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি শিশুটিকে ১৪ নং ক্লাস্টারের খালি থাকা ১২ নাম্বার কক্ষে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে শিশুটিকে সংজ্ঞাহীন অবস্থায় সেখানে পড়ে থাকতে দেখে তার এক খেলার সাথী। সে তার বাসায় খবর দিলে পরিবারের লোকজন এসে অন্যান্যদের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করে। প্রথমে তাকে ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল এবং পরে জেলা সদরে অবস্থিত জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ধর্ষণের শিকার শিশুটি জানায়, ওই ব্যক্তিকে দেখলে সে চিনতে পারবে।
আরও পড়ুন: চট্টগ্রামে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ
ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, এ ব্যাপারে বিকালে ভাসানচর থানায় অজ্ঞাত এক ব্যক্তিকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা হয়েছে।