সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে গড়পাড়া শুভ্র সেন্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ১০ কেজি চাল ও নগদ ৩০০ টাকা তুলে দেয়া হয় বানবাভীসের মাঝে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার কারণে পৃথিবীতে সাত লাখ মানুষের মৃত্যু হয়েছে। উন্নয়নশীল দেশেসহ বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানরা করোনার সময় সঠিক সিদ্ধান্ত নিতে না পারায় সমালোচনার মুখে পড়েছেন।
‘কিন্ত আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমার করোনাভাইরাসকে সঠিকভাবে মোকাবিলা করেছি। এতে বিশ্বের বিভিন্ন দেশের ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রশংসা পেয়েছেন,’ যোগ করেন তিনি।
একটি মানুষের মৃত্যুও কাম্য নয় জানিয়ে মন্ত্রী বলেন, অন্যদেশের তুলনায় আমাদের দেশে করোনাভাইরাসের মৃত্যুর হার অনেক কম। চলমান করোনাভাইরাসের পাশাপাশি দেশে বন্যার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এখন পর্যন্ত একটি মানুষও না খেয়ে মারা যায়নি। বর্তমান সরকার দুর্গতদের পাশে আছে।
অনুষ্ঠানে মানিকগঞ্জের জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, জেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি লিয়াকত আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন, জেলা পরিষদের সদস্য মোহাম্মদ শামীম হোসেন, জেলা যুবলীগের সাবেক সহসভাপতি আবুবক্কার সিদ্দিক খান তুষার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।