করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে জেলা প্রশাসনকে সহায়তার জন্য মানিকগঞ্জে মাঠে নেমেছে সেনাবাহিনী।
মঙ্গলবার দুপুর থেকে শহর এলাকায় সেনা সদস্যরা গাড়িতে করে টহল দেয়া শুরু করেন। এ সময় তাদের সাথে পুলিশ সদস্যরাও ছিলেন।
এদিকে, গণবিজ্ঞপ্তি দিয়ে জেলা প্রশাসন মঙ্গলবার থেকে শপিংমল, বাণিজ্যকেন্দ্র, রেস্টুরেন্ট, বিনোদন পার্ক, মেলা, সামাজিক অনুষ্ঠান, সাপ্তাহিক হাট ও চায়ের দোকানের আড্ডাসহ জনসমাগম হয় এমন সব স্থান পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
ক্ষুদ্র ঋণ আদায়ের সব কার্যক্রমও পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।
তবে খাদ্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকানসহ কাঁচাবাজার ও চিকিৎসা ব্যবস্থা যথারীতি খোলা থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এসব জায়গায় লোকজনকে পরস্পর থেকে ১ মিটার পর্যন্ত নিরাপদ দূরত্ব বজায় রাখার নির্দেশ দেয়া হয়েছে।
শহরে মাইকিং করে এসব নির্দেশনা জারির কথা জানানোর পরই দোকানপাট বন্ধ হয়ে যায়।