আসামির উপস্থিতিতে সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি শাকিল আহমেদ মিঠু মানিকগঞ্জ পৌর এলাকার পৌলী গ্রামের মো. মুন্নাফ মিয়ার ছেলে।
আরও পড়ুন: কিশোরগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার অভিযোগে যুবকের মৃত্যুদণ্ড
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৭ মার্চ সন্ধ্যায় মানিকগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র রাকিব হোসেনকে তারই সহপাঠী মিঠু বাড়ি থেকে ডেকে নিয়ে পৌলী এলাকার বুলবুল ক্লাবের পাশে ভুট্টা খেতে নিয়ে ছুরিকাঘাত করে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়। সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে রাকিব মারা যায়।
আরও পড়ুন: হত্যার দায়ে ফেনী ও পিরোজপুরে ৪ জনের মৃত্যুদণ্ড
এ ঘটনার পরেরদিন রাকিবের বাবা খলিলুর রহমান বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ আসামি মিঠুকে গ্রেপ্তার করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় ২৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। দীর্ঘ শুনানির পর বিচারক এই রায় দেন।
আরও পড়ুন: মানিকগঞ্জে ইউপি সদস্য হত্যা, নারীসহ ৫ জনের মৃত্যুদণ্ড