মৌলভীবাজারে বসতঘরে আগুন লেগে নূরজাহান বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছেন। এ সময় দুইটি গরু ও একটি ছাগল পুড়ে মারা যায়।
সোমবার (১ এপ্রিল) সকালে রাজনগরে প্রবাসী মিন্টু মিয়ার বাড়ির কেয়ারটেকার ময়না মিয়ার বসত ঘরে ঘটনাটি ঘটে গতকাল
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ছুঁই ছুঁই
নিহত নারী নূরজাহান বেগম ৬ সদস্যদের পরিবার নিয়ে প্রবাসীর বাড়িতে একটি টিনশেডের ঘরে থাকতেন।
স্থানীয়রা জানায়, ময়না মিয়ার পরিবারের সবাই সেহেরি খেয়ে ঘুমানোর পর বসতঘরে আগুন লাগে। এসময় প্রাণে বাঁচতে পরিবারের ছয় সদস্যের মধ্যে পাঁচজন বের হতে পারলেও নূরজাহান বের হতে পারেননি। তিনি ঘরের ভেতরেই দগ্ধ হয়ে মারা যান।
খবর পেয়ে রাজনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং নূরজাহানের লাশ উদ্ধার করে। তবে কী কারণে আগুন লেগেছে তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালেক বলেন, আগুন লাগার কারণ বের করতে ফায়ার সার্ভিস ও পুলিশ তদন্ত করছে।
আরও পড়ুন: সৌদি থেকে ফিরে পরিবারের খোঁজে সরোয়ার