ময়মনসিংহের তারাকান্দায় বাস, সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
রবিবার (২২ জুন) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ-শেরপুর অঞ্চলিক সড়কের বাগুন্দা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শেরপুর হতে ঢাকাগামী জি কে পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষ হলে এই ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল ও স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
আরও পড়ুন: চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
নিহতরা সিএনজির যাত্রী বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
এ ঘটনায় শেরপর-ময়মনসিংহ অঞ্চলিক সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান জানান, পুলিশ লাশদুটি উদ্ধার করেছে। এ ছাড়া দুর্ঘটনাকবলিত গাড়িগুলোও জব্দ করা হয়েছে। তবে সব চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।