যশোরে পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় গণপিটুনিতে রবিউল ইসলাম (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ প্রহরায় থানা থেকে যশোর জেনারেল হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
নিহত রবিউল ইসলাম চুয়াডাঙ্গা জেলার দর্শনা উপজেলার চাঁদপুর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে।
চুয়াডাঙ্গা জেলার দর্শনা উপজেলার চাঁদপুর গ্রামের সালেকের ছেলে আব্দুল মালেক বলেন, বৃহস্পতিবার বিকাল তিন টার দিকে তারা যশোর থেকে একটি ইজিবাইক কিনে বাড়ির দিকে যাচ্ছিল। পথিমধ্যে চুড়ামনকাঠি তেল পাম্প পার হয়ে যাওয়ার সময় রবিউল ইসলাম নামে এক ব্যক্তি পুলিশ পরিচয়ে তাদের ইজিবাইক থামাতে বলে। তারা ইজিবাইক না থামিয়ে চালাতে থাকে। এসময় রবিউল দৌড়ে ইজিবাইকে উঠে এবং পুলিশ পরিচয়ে তাদের কাছে টাকা দাবি করে। তারা এসময় চিৎকার করলে স্থানীয় লোকজন এসে ঘটনা শুনে রবিউলকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
আরও পড়ুন: সিলেটে গণপিটুনিতে ডাকাত নিহত, গুলিবিদ্ধ ৫
যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক সালাউদ্দিন স্বপন বলেন রবিউলের শরীরে চাপা আঘাতের চিহ্ন রয়েছে। তাকে বিকাল চার টা ২০ মিনিটের দিকে পুলিশ সহ হাসপাতালে আনা হয় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পুলিশ তাকে ফের হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। লাশ ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এই চিকিৎসক।
আরও পড়ুন: নরসিংদীতে গণপিটুনিতে সন্দেহভাজন ২ ডাকাত নিহত
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তাজুল ইসলাম বলেন রবিউল ইসলাম এক জন চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ। তার নামে থানায় হত্যাসহ দুইটি মামলা রয়েছে। ঘটনার দিন বিকালে চুড়ামনকাটিতে পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় স্থানীয় লোক জন তাকে গণপিটুনি দেয়। সেখান থেকে উদ্ধার করে তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় আনা হয়। পরে থানায় থাকাকালীন অবস্থায় সে অসুস্থ হয়ে পড়লে সাথে সাথে তাকে আবারও যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা সাড়ে ছয় টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।