যশোরের ঝিকরগাছায় ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক বাক প্রতিবন্ধী যুবক খুন হবার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন।
শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নয়ন হোসেন (২৪) ঝিকরগাছা উপজেলার টাউরা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। আহতরা হলো- একই গ্রামের জহুরুল ইসলাম(২০), মামুন(১৯), দেলু (৫৫) ও আশা (২২)। আহতদের মধ্যে জহুরুল ইসলামকে যশোর জেনারেল হাসপাতালে ও বাকি তিন জনকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ কমপ্লেক্রে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: স্বামীকে হত্যা করে রান্নাঘরে পুঁতে রাখেন স্ত্রী!
আহত জহুরুল ইসলাম জানান, শনিবার বিকালে তাদের সাথে স্থানীয় পাড়ার মাঠে পানিসারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম সরোয়ারদের সাথে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় নয়নের একটি গোল করা নিয়ে দুই টিমের মধ্যে বিরোধ হয়।
এক পর্যায় ইউপি সদস্য সরোয়ারের নেতৃত্বে জাহিদ, অমিত সহ ১২-১৫ জন তাদের দলের খেলোয়াড়দের মারপিট ও কুপিয়ে জখম করে। এ সময় নয়ন সহ আরো চারজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে নয়ন ও জহুরুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন: রাঙামাটিতে মাথায় গুলি চালিয়ে পুলিশ কনস্টেবলের ‘আত্মহত্যা’
রাত সাড়ে ৮ টার দিকে তাদের দুইজনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎস নয়নকে মৃত ঘোষণা করে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ তারেক শামস জানান হাসপাতালে নিয়ে আসার আগেই অতিরিক্ত রক্তক্ষরণের কারণে নয়নের মৃত্যু হয়েছে। তার গলায় ও বুকে ধারালো অস্ত্র দিয়ে জখম করা হয়েছে।
নিহত নয়নের মরদেহ ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনও পর্যন্ত আটক করতে পারেনি পুলিশ। জড়িতদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।