রাঙ্গামাটি শহরে এক যুবককে ছুড়িকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় রাঙ্গামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ পিপিএম (বার) এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহত যুবক এজাজুল হক রাব্বী (২৮) বনরূপাস্থ বিএম মার্কেটের ব্যবসায়ী মোজাম্মেল হকের ছোট ছেলে।
অভিযুক্ত সেলিম মাহমুদ (৩৪) নরসিংদীর রায়পুরার নজুরবাড়ি গ্রামের মো. মাহমুদের ছেলে এবং বনরুপা ম্যাগপাই রেস্টুরেন্টের কর্মচারী।
আরও পড়ুন: চট্টগ্রামে সার্ভার হ্যাক করে জন্ম নিবন্ধন সনদ তৈরি: ৫ জন আটক
জানা যায়, রাঙ্গামাটি শহরের বনরূপাস্থ কবরস্থান এলাকায় শনিবার ভোরে বুকে ছুরিকাঘাত করে এজাজুল হক রাব্বী নামের ২৮ বছরের এক যুবককে হত্যা করা হয়। এ ঘটনা দেখে ফেলায় মার্কেটের দায়োরান আমীর আলীকেও ছুরির আঘাতে হত্যার চেষ্টা করে অভিযুক্ত যুবক।
গুরুতর আহত আমির আলী বর্তমানে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ সুপার বলেন, রাঙ্গামাটি জেলা পুলিশ ভোর ৬টায় রাঙ্গামাটি ফরেস্ট কলোনি এলাকায় একটি লাশ পড়ে থাকার খবর পায়। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল করে। পরে রাঙ্গামাটি জেলা পুলিশের চারটি টিম রাঙ্গামাটি শহরে বিভিন্ন তথ্যের মাধ্যমে কাজ শুরু করে। পরবর্তীতের স্থানীয় মার্কেটের সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহযোগিতায় সকাল সাড়ে ১১টায় শহরের একটি রেস্টুরেন্ট থেকে তাকে আটক করা হয়।
তিনি বলেন, অভিযুক্ত ব্যক্তি বনরূপায় অবস্থিত একটি রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে কাজ করতো।
পুলিশ সুপার আরও বলেন,এ ঘটনায় আহত নৈশপ্রহরী মো. আমিন হোসেন বর্তমানে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে নিহতের বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, মামলার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নিহতের বাবা বাদী হয়ে হত্যা মামলা করবেন।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম মো. মারুফ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার জেলা গোয়েন্দা শাহনেওয়াজ রাজু, রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন আরিফসহ পুলিশে ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।