এ ঘটনায় অভিযুক্ত ফিরোজ হোসেনকে (৩৫) আটক করেছে পুলিশ।
আরও পড়ুন: সাভারে পোশাক শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক
নিহতরা হলেন- ফিরোজের স্ত্রী পলি খাতুন (২৫) ও তাদের পাঁচ মাস বয়সী শিশু কন্যা টুকটুকি। আটক ফিরোজ হোসেন উপজেলার গোপালহাটি গ্রামের হাসিব আলীর ছেলে।
প্রতিবেশীরা জানান, কিছুদিন আগে বাসের সুপারভাইজার হিসেবে কাজ করার সময় দুর্ঘটনায় ফিরোজের একটি পা কাটা পড়ে। এরপর তিনি সুস্থ হয়ে চার্জার অটোভ্যান চালাতেন। একপর্যায়ে ফিরোজ মাদকাসক্ত হয়ে পড়েন। এরপর তিনি ওই গাড়ি বিক্রি করে দেন।
আরও পড়ুন: মাথায় গরম পানি ঢেলে গাজীপুরে শিশু হত্যার অভিযোগ
এ ঘটনায় স্ত্রী প্রতিবাদ করলে তাদের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয়। এর জের ধরে সোমবার রাতে ফিরোজ তার স্ত্রী ও শিশুকন্যাকে বালিশ চাপায় হত্যা করে ঢাকায় পালিয়ে যায়।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, রাতেই থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে। পাশাপাশি ঘটনার পর ওই রাতেই ফিরোজ ঢাকায় পালিয়ে গেলে প্রযুক্তির মাধ্যমে তাকে ঢাকা থেকে আটক করা হয়েছে।
আরও পড়ুন: মাগুরায় শ্বাসরোধে গৃহবধূকে হত্যার অভিযোগ
ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা হচ্ছে যে নিহতদের শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে সঠিক তথ্য পাওয়া যাবে বলে জানান তিনি।
আরও পড়ুন: ভোলায় যৌতুকের জন্য স্বামীর বিরুদ্ধে স্ত্রী ও গর্ভের সন্তানকে হত্যার অভিযোগ