রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর গ্রামে বুধবার বিকালে একদল ‘মাদক কারবারি’ ২ পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে মাদক মামলার ২ অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে গেছে।
এ ঘটনায় আহত ডিবির কনস্টেবল ইউসুফ আলী ও বিশ্বজিৎকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম জানান, বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে ডিবি পুলিশের একটি দল ইউসুফপুর গ্রামের মসকেন আলী নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায়।
আরও পড়ুন: কাপ্তাই হ্রদে ট্যুরিস্ট বোটে সন্ত্রাসীদের আগুন, ছিনতাই
এ সময় ১৭০ বোতল ফেনসিডিলসহ মসকেন আলীর রুবেল ও রায়হানকে গ্রেপ্তার করা হয় এবং তাদের ৩ সহযোগী আরিফ, আগুন ও পাভেল পালিয়ে যেতে সক্ষম হয়।
পরে ওই ৩ জন অতর্কিত পুলিশের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে ২ কনস্টেবল আহত হন। তারা পুলিশ হেফাজত থেকে গ্রেপ্তার দুজনকে ছিনিয়ে নিয়ে যায়।
খবর পেয়ে পুলিশের আরেকটি দল ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্যদের উদ্ধার করে এবং মসকেন আলীসহ ৩ জনকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: নাটোরে ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই