নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের হাশেম ফুড এন্ড বেভারেজ ফুডসের (সেজান জুস) কারখানায় অগ্নিকান্ডে ৫২ জন নিহতের ঘটনায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যানসহ ৮ জনকে প্রেপ্তার করা হয়েছে। শনিবার তাদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নারায়ণগঞ্জ পুলিশ ইউএনবিকে নিশ্চিত করেছে।
আরও পড়ুনঃ নারায়ণগঞ্জে জুস কারখানায় ভয়াবহ আগুন, ৫২ লাশ উদ্ধার
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, সজীব গ্রুপের চেয়ারম্যান মো. আবুল হাশেম, তাঁর চার ছেলে, প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহান শাহ আজাদ, উপ মহাব্যবস্থাপক এবং উপ মহাব্যবস্থাপক (প্রশাসন)।
নারায়ণগঞ্জের জেলা পুলিশ সুপার মো. জায়েদুল আলম বলেন, রূপগঞ্জের অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ ব্যাক্তিকে অভিযুক্ত করে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে নারায়ণগঞ্জ পুলিশ। তিনি জানান, প্রেপ্তার ৮ জনকে জেলা আদালতে নেয়া হবে।
আরও পড়ুনঃ রূপগঞ্জে আগুনে কারও গাফিলতি থাকলে ব্যবস্থা নেয়া হবে: শ্রম প্রতিমন্ত্রী
জায়েদুল আলম আরও জানান, প্রতিষ্ঠানটির সিইও শাহান শাহ আজাদকে রাজধানীর ফার্মগেট এলাকায় সজীব গ্রুপের প্রধান কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় হাশেম ফুডস এন্ড বেভারেজ গ্রুপের কারখানায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৮ টি ইউনিট। শেষ খবর পাওয়া পর্যন্ত কমপক্ষে ৫২ জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে ফারার সার্ভিস কর্তৃপক্ষ।
আরও পড়ুনঃ নারায়ণগঞ্জে কারখানায় আগুন: গেটে তালা থাকায় এতো প্রাণহানি
তবে এই অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও কোনো তথ্য জানা যায়নি। নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ৯ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। এই কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।