বাগেরহাটে সরকারি লকডাউন ও স্বাস্থ্যবিধি লঙ্ঘন করার অপরাধে ৪৯ জনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
লকডাউন নিশ্চিতের লক্ষ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে নিয়ে বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার নয়টি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।
আরও পড়ুন: বিধিনিষেধ লঙ্ঘন: বাগেরহাটে ৪৬ জনকে জরিমানা
এসময় ৪৯ জনের কাছ থেকে ২৩ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় ও একজনকে ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা জানান, অভিযান চলাকালে বিধিনিষেধ লঙ্ঘন করলে তাদের আইনের আওতায় আনা হচ্ছে। ভ্রাম্যমান আদালতের বিচারকরা অর্থদণ্ড ছাড়াও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করছেন। অভিযান চলাকালে ৪৫টি মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: ঝিনাইদহে বেশি দামে সার বিক্রি করায় জরিমানা
এদিকে, বাগেরহাটে লকডাউনের ১৬তম দিনে শুক্রবার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে।