ঝালকাঠির সুগন্ধা নদীতে শুক্রবার ভোরে লঞ্চে অগ্নিকাণ্ডে ৩৯ জন নিহতের ঘটনা তদন্তে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, লঞ্চে আগুন লাগার ঘটনায় মন্ত্রণালেয়র যুগ্মসচিব তোফায়েল আমেদকে আহ্বায়ক করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। মন্ত্রণালয়ের উপসচিব আমিনুর রহমান কমিটির সদস্য সচিব হিসেবে কাজ করবেন।
কমিটির অন্য সদস্যরা হলেন বিআইডব্লিউটিএ'র একজন, নৌপরিবহন অধদপ্তরের একজন, নৌপুলিশ, জেলা প্রশাসন এবং ফায়ার সার্ভিসের একজন করে প্রতিনিধি। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে মন্ত্রণালয়ে প্রতিবেদন পেশ করতে বলা হয়েছে।
এর আগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের পৃথক কমিটি গঠন করে। বন্দর ও পরিবহন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. সাইফুল ইসলাম কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।
আরও পড়ুন: ঝালকাঠিতে লঞ্চে আগুন, নিহত বেড়ে ৩৯
ঢাকা থেকে বরগুনাগামী প্রায় ৮০০ যাত্রী বহনকারী অভিযান-১০ এ ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৯ জনের প্রাণহানি এবং ৭২ জন আহত হওয়ার কয়েক ঘণ্টা পর সরকারের পক্ষ থেকে এ বিজ্ঞপ্তি জারি করা হয়।
ঝালকাঠির সুগন্ধা নদীর দিয়াবাড়ি নামক স্থানে শুক্রবার ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ফজলুল হক ইউএনবিকে বলেন, আমাদেরকে ভোর সাড়ে তিনটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা জানানো হয়। তবে ঘন কুয়াশার কারণে প্রথমদিকে ফায়ার সার্ভিসের জাহাজগুলো ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা সময় নেয়।
ইউএনবিকে ঝালকাঠি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কামরুজ্জামান বলেন, লঞ্চ থেকে ৩৯টি লাশ উদ্ধার করা হয়েছে।
জীবিত উদ্ধার হওয়া ৭২ জনের মধ্যে গুরুতর আহত ৬৬ যাত্রীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (এসবিএমসি) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত জাহাজটিকেও তীরে আনা হয়েছে।
আরও পড়ুন: লঞ্চে আগুন: হতাহতের ঘটনায় নৌপরিবহন প্রতিমন্ত্রীর শোক