আজ সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। এ নিয়ে চলতি মাসে যুক্তরাজ্য থেকে সিলেট এলেন প্রায় দেড় হাজার প্রবাসী।
আরও পড়ুন: যুক্তরাজ্য থেকে আসলে ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক: মন্ত্রিসভা
মাত্র এক দিন আগে বুধবার যুক্তরাজ্যের সাথে বিমানের ফ্লাইট বন্ধের সুপারিশ করে সংসদীয় কমিটি। আর সেখান থেকে আসা সব যাত্রীকে নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দিয়েছে সরকার। তবে এ নির্দেশনা ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। ফলে আজ সিলেটে আসা সব যাত্রীই নিজেদের বাড়ি চলে গেছেন। তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।
আরও পড়ুন: দেশে কোভিডের নতুন ধরন: বিশেষজ্ঞরা বলছেন চিন্তার কিছু নেই
আজ সকালে বিমানের বিজি-২০২ ফ্লাইট ২৩৭ যাত্রী নিয়ে সিলেটে অবতরণ করে।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ জানান, ফ্লাইটটি সকাল সাড়ে ১০টায় সিলেটে নামে। এখানে ২০৫ যাত্রী রেখে বাকিদের নিয়ে ফ্লাইটটি ঢাকায় চলে যায়।
আরও পড়ুন: ব্রিটেনফেরত যাত্রীদের ৭ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
এদিকে, সিলেটে আসা ২০৫ জনই করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসায় সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের বিশেষ মেডিকেল টিমের প্রধান ও সিলেট সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহমেদ সিরাজুম মুনীর।
দেশের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, কোভিড ভাইরাসের নতুন ধরনটির আমদানি রোধ করতে সরকারের উচিত হবে যুক্তরাজ্যের সাথে বিমান চলাচল স্থগিত করার বিষয়টি বিবেচনা করা। সরকার যদি যুক্তরাজ্যের সাথে বিমান চলাচল বন্ধে সমস্যা মনে করে তাহলে যারা ওই দেশটি থেকে আসবেন তাদের সরকারি ব্যবস্থাপনায় বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে রাখা উচিত। এমনকি যারা নেগেটিভ সনদ নিয়ে আসবেন তাদেরও কোয়ারেন্টাইনে পাঠাতে হবে। কারণ তারা সফরের সময় ভাইরাসে সংক্রমিত হতে পারেন। সুতরাং, যুক্তরাজ্যের যাত্রীদের বিষয়ে নেগেটিভ সনদের ওপর নির্ভর করলে চলবে না।
আরও পড়ুন: করোনাভাইরাসের নতুন ‘ধরন’ কতটা উদ্বেগের কারণ?
বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সম্প্রতি যুক্তরাজ্যে নতুন ধরনের অধিক সংক্রামক করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে লন্ডন থেকে আসা সব ফ্লাইট বন্ধের সুপারিশ করে। এছাড়া ফ্লাইট বন্ধ না করা পর্যন্ত লন্ডন থেকে দেশে ফেরা যাত্রীদের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন পালনেরও সুপারিশ করা হয়।
আরও পড়ুন: দেশে দ্রুতগতিতে ধরন পাল্টাচ্ছে করোনাভাইরাস: বিসিএসআইআর