যশোরের শার্শা সীমান্তে শনিবার দুপুরে এক কেজি ওজনের দুইটি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এসময় একজনকে আটকের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য আনুমানিক ৮৫ লাখ টাকা।
আটক মো. সাইদুল ইসলাম (২৫) শার্শা থানার পাঁচ ভূলট গ্রামের মো. আব্দুল হালিমের ছেলে।
আরও পড়ুন: শার্শা সীমান্তে ১১ কোটি টাকার স্বর্ণের বার জব্দ, আটক ৩
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মাদ তানভীর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শার্শা উপজেলার পাঁচ ভূলাট সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্য নিয়ে যাওয়া হবে। এমন সংবাদের ভিত্তিতে ওই শার্শা উপজেলার পাঁচ ভূলাট এলাকায় অভিযান চালিয়ে সাইদুরকে আটক করা হয়। আটকের পর তার শরীরে কৌশলে লুকিয়ে রাখা দুই পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়।
বিজিবির এ কর্মকর্তা আরও বলেন, উদ্ধার করা স্বর্ণসহ অভিযুক্ত সাইদুরকে স্থানীয় থানায় সোপর্দ করা হয়েছে।
উদ্ধারকৃত স্বর্ণ যশোর কাস্টমসের ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে বলেও জানান বিজিবির এই কর্র্মকর্তা।
আরও পড়ুন: শাহ আমানত বিমানবন্দরে ২৪টি স্বর্ণের বার জব্দ, বিমানযাত্রী আটক