ফতুল্লার দাপা এলাকায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টাকালে আমানউল্লাহ নামে এক ব্যক্তিকে আটক করে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। পরে ওই ব্যক্তিকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
বুধবার (১৯ মার্চ) রাত ১১টার দিকে এই ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, আমানউল্লাহ একই বাড়ির ভাড়াটিয়া পাঁচ বছর বয়সী শিশুকে কৌশলে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় শিশুটি চিৎকার দিলে আশপাশের লোকজন আমানউল্লাহকে আটক করে গণপিটুনি দেয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
আরও পড়ুন: নবাবগঞ্জে ৭ বছরের শিশু ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ‘এ ঘটনায় বৃহস্পতিবার শিশুটির বাবা বাদী হয়ে মামলা করলে, তাকে গ্রেপ্তার দেখানো হয়।’