শেরপুরের শ্রীবরদীতে বাড়ির পাশে ধান খেতে পরিত্যক্ত বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষক নিহত হয়েছেন। রবিবার বিকেল ৪টার দিকে উপজেলার হাগড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত সেকান্দর আলী (৫০) ওই গ্রামের মৃত বাহাজ আলীর ছেলে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: স্ত্রীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যু
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার বিকাল চারটার দিকে সেকান্দর আলী ঘরের পাশে ধান খেতে হেঁটে যাওয়ার সময় বিদ্যুতের খুঁটি থেকে পড়ে থাকা তারে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে জেলা সদরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার নিহত সেকান্দরের স্ত্রী সেলিমা খাতুন ও মেয়ে আঞ্জমান আরা জানান, সেখানে বিদ্যুতের তার পড়ে ছিল। পড়ে থাকা তারে বিদ্যুৎ সংযোগ থাকায় তিনি বিদ্যুৎস্পর্শে মারা যান।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির স্থানীয় লাইনম্যান আলম মিয়া জানান, অনেকদিন থেকে তারটি পড়ে ছিল। সেটি তাদের জানা ছিল না। এই তারে বিদ্যুতের লাইন থাকায় তিনি (সেকান্দর) বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন।