সাতক্ষীরার ভোমরা সীমান্তের লক্ষীদারি ও বাশকল এলাকা থেকে বৃহস্পতিবার ৩ কেজি ৮৩০ গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বারসহ ২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তারা বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণের বার পাচারের চেষ্টা করছিলেন বলে অভিযোগ রয়েছে।
বৃহস্পতিবার বিকালে ৩৩ বিজিবি ব্যাটালিয়নের একটি দল লক্ষীদারি এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করে এবং তার কাছ থেকে ২ দশমিক ৪২০ কেজি স্বর্ণ উদ্ধার করে।
জব্দ স্বর্ণের বারগুলোর বর্তমান বাজার মূল্য ২ কোটি ১৩ লাখ টাকার বেশি।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ৬ স্বর্ণের বার জব্দ, যুবক আটক
অপর এক ঘটনায় ওইদিন সকালে বাশকল এলাকা থেকে ১ দশমিক ৪১০ কেজি ওজনের ১০টি স্বর্ণের বারসহ আশরাফুল ইসলাম (২৪) নামে এক যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জব্দ স্বর্ণের বারগুলোর বাজার মূল্য ১ কোটি ২৪ লাখ টাকার বেশি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আটকদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং জব্দকৃত স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।