বিনেরপোতা এলাকার বিসিক শিল্পনগরীর কাছে বুধবার রাত ৯টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনায় আরও একজন আহত হন।
আরও পড়ুন: চট্টগ্রামে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
নিহতরা হলেন তালা উপজেলার সুজনসাহা গ্রামের নিরঞ্জন মল্লিকের ছেলে তাপস মল্লিক (২০) ও খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলি গ্রামের সূর্য্য দেবনাথের ছেলে মিলন দেবনাথ (১৮)।
আহত সুব্রত সেন (২২) পাইকগাছা উপজেলার বাকা গ্রামের উত্তম সেনের ছেলে।
হতাহতরা সবাই সোনার দোকানের কারিগর।
আরও পড়ুন: কুমিল্লায় মোটরসাইকেল দুর্ঘটনায় মাদরাসা শিক্ষক নিহত
পুলিশ জানায়, শহরের সোনার দোকানে কাজ শেষে তিনজন একটি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে পাটকেলঘাটার দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাপস ও মিলন নিহত হন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, গুরুতর আহত মোটরসাইকেলচালক সুব্রতকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন: মোটরসাইকেলকে চাপা দিয়ে ২০০ মিটার ছেঁচড়িয়ে নিল লেগুনা
ওসি জানান, লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত ট্রাকচালককে আটক করা সম্ভব হয়নি।