সাভারে পাওনা টাকা চাওয়ায় সাবেক স্বামীকে হাত পা বেঁধে ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। শনিবার রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়ার শোভাপুর এলাকায় এঘটনা ঘটে।
আহত আমির হোসেন (২৯) বরগুনা জেলার কাঞ্চন জমাদ্দারের ছেলে। আহতকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, সাভারের রাজফুলবাড়িয়ার পানপাড়া এলাকায় স্ত্রী রাহিমা খাতুনকে নিয়ে একটি ভাড়া বাড়িতে বসবাস করে আসছিলেন আমির হোসেন। গত ১২ দিন আগে পারিবারিক কলজের জের ধরে স্বামীকে তালাক নোটিশ পাঠান স্ত্রী রাহিমা খাতুন। স্বামীকে তালাক নামা দিয়ে স্ত্রী রাহিমা খাতুন শোভাপুর এলাকায় বাবা মায়ের সাথে ভাড়া বাসায় বসবাস শুরু করেন। কিন্তু তালাক দেয়ার আগে স্বামী আমির হোসেনের কাছ থেকে ৭০ হাজার টাকা ধার নেন স্ত্রী রাহিমা খাতুন।
আরও পড়ুন: সাভারে বাসচালককে গলাকেটে হত্যা, ভ্যানচালক আটক
গতরাতে তালাকপ্রাপ্ত স্বামী আমির হোসেন স্ত্রীর কাছে গিয়ে পাওনা ৭০ হাজার টাকা ফেরত চান। এসময় পাওনা টাকা না দিয়ে স্ত্রী রাহিমা খাতুন ছয় থেকে সাত জন ভাড়াটে সন্ত্রাসী দিয়ে স্বামীকে একটি রুমে নিয়ে আটকিয়ে হাত পা বেঁধে ছুরি ও খুর দিয়ে নির্যাতন করেন। এক পর্যায়ে আমির হোসেনকে মৃত ভেবে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
সকালে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের একটি হাসপাতালে ভর্তি করে। এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এবিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপারেশন আল আমিন বলেন, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: সাভারে আনসার আল ইসলামের সক্রিয় সদস্য আটক