অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন, দেশে সাম্প্রদায়িক হামলায় গ্রেপ্তারদের বিচার কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করা হবে।
শনিবার দুপুরে সাভারের দত্তপাড়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আয়োজিত নবীন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা জানান।
এসময় অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন,সাম্প্রদায়িক হামলায় গ্রেপ্তারকৃত আসামিদের দেশের প্রচলিত আইনে বিচার কার্যক্রম সম্পন্ন করা হবে। নতুন করে আইন তৈরি করে বিচার কার্যক্রম করলে দেরী হবে,তাই প্রচলিত আইনেই বিচার কার্যক্রম হবে।
তিনি আরও বলেন,এ ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না,সবাইকে বিচারের মুখোমুখি করা হবে।সাম্প্রদায়িক সম্প্রীতি বিনিষ্টকারীরা দেশ ও সমাজের শক্রু।
এই দেশে কোন দুস্কৃতিকারীদের জায়গা নেই জানিয়ে তিনি বলেন,বাংলাদেশ শান্তি প্রিয় দেশ। এদেশে সকল ধর্মের মানুষরা শান্তিতে বসবাস করবে।
অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান সবুর খাঁনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:মণ্ডপে হামলা: ৪ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ