উপজেলার আটি গ্রামের একটি তেলের হাউজ থেকে তাকে আটক করা হয়।
আরও পড়ুন: সাভারে র্যাবের অভিযানে জাল সার্টিফিকেট তৈরি চক্রের সদস্য আটক
সোমবার নারায়ণগঞ্জ র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার মো. জসিম উদ্দীন চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল রবিবার রাত ৭টার দিকে আটি গ্রামে হান্নান প্রধানের ফার্নিশ তেলের হাউজে বিশেষ অভিযান চালায়। এ সময় ট্যাংকার ভর্তি ১০ হাজার লিটার ফার্নিশ তেল উদ্ধারসহ চোরাই চক্রের সক্রিয় সদস্য জাহাঙ্গীর আলমকে আটক করা হয়। এ সময় ট্যাংকারটিও জব্দ করা হয়।
আরও পড়ুন: র্যাব ও পুলিশ পরিচয়ে ডাকাতি, ছিনতাই: আটক ৩
আটক জাহাঙ্গীরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা গেছে, সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় অবস্থিত পদ্মা ও মেঘনা ডিপো কেন্দ্রিক বেশ কয়েকটি চোরাই তেলের সিন্ডিকেট গড়ে উঠেছে। পলাতক আসামি হান্নান প্রধানের প্রত্যক্ষ মদদে এসব ডিপো হতে অবৈধ উপায়ে তেল সংগ্রহ করে মাটির নিচের গুদামে মজুদ এবং রাতের অন্ধকারে ট্যাংকারে করে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ ও বিক্রয় করা হয়।
আরও পড়ুন: ‘গোল্ডেন মনিরের’ বিরুদ্ধে র্যাবের ৩ মামলা
আটক যুবক ও পলাতক আসামির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, পলাতক আসামি হান্নান প্রধানের (৩৮) বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় বিভিন্ন অপরাধ সংঘটনের দায়ে ১০ মামলা চলমান রয়েছে।