সিরাজগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জে বৃহস্পতিবার সকালে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এনজিও কর্মীসহ দুজন নিহত হয়েছেন।
তারা হলেন-নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার হাট গোবিন্দপুর গ্রামের হারুনর রশিদের ছেলে মনির শেখ (৩৫) এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের যোবদুল ইসলামের ছেলে ও এনজিও কর্মী মিলন হোসেন (৩৮)।
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার খালকুলা এলাকায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে সকালে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মনির শেখ নিহত হন।
আরও পড়ুন: এপ্রিলে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৮: যাত্রী কল্যাণ সমিতি
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী জানান, মনির শেখ মোটরসাইকেলে হাটিকুমরুলের দিকে যাওয়ার পথে মহাসড়কের খালকুলা ব্রিজের কাছে সকাল সোয়া ৬টার দিকে বেপরোয়া গতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে এবং এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
আরও পড়ুন: মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
এদিকে, চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের শাহীবাগ এলাকায় হোসেন পেট্রোল পাম্পের সামনে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মী মিলন হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন জানান, সকাল ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের শাহীবাগ এলাকায় হোসেন পেট্রোল পাম্পের সামনে একটি ট্রাক মোটরসাইকেল আরোহীকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় সড়কে ছিটকে পড়ে মোটরসাইকেল আরোহী মিলন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সদর হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এনজিও কর্মী মিলনকে মৃত ঘোষণা করেন।