সিরাজগঞ্জের সলঙ্গা ও শাহজাদপুর উপজেলায় শুক্র ও শনিবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন।
নিহতরা হলেন- বেলকুচি উপজেলার প্রভাষক মাজহারুল ইসলামের ছেলে ও সিরাজগঞ্জ পলিটেকনিক কলেজের ছাত্র আবু নাঈম (১৭) এবং পাবনার বনপাড়া গ্রামের ইব্রাহিমের ছেলে হাসান (২৪)।
আরও পড়ুন: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু
শনিবার সকালে জেলার সলঙ্গা উপজেলায় তাড়াশ- সলঙ্গা আঞ্চলিক সড়কের পুঠিপাড়া নামকস্থানে সিএনজি ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্র্ষ হয়। এতে নাঈম নামের এক যুবক ঘটনাস্থলেই নিহত এবং চার জন আহত হয়েছেন।
পুলিশ তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
অন্যদিকে, হাসান দীর্ঘদিন ধরে শাহজাপুর উপজেলায় মামার বাড়িতে থাকত। শুক্রবার বিকালে উপজেলার পোতাজিয়া-রেশমবাড়ি আঞ্চলিক সড়কের মোড় এলাকায় বন্যার পানি দেখতে গিয়ে ট্রাক-মোটর সাইকেল সংঘর্ষে তিনি নিহত হন।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
আরও পড়ুন: জুলাই মাসে ৫১১ সড়ক দুর্ঘটনায় নিহত ৫৭৩
ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭: আশুলিয়া থেকে বাসচালক গ্রেপ্তার