দোয়াত কলম প্রতীকের জন্য টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে ভোটকেন্দ্র থেকে নগদ ৯৪ হাজার টাকা জব্দসহ জহুরুল ইসলাম নামে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ।
বুধবার (৮ মে) ভোট গ্রহণ চলাকালে দুপুর ১২টার দিকে বেলকুচি উপজেলার তামাই পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাহির থেকে তাকে আটক করা হয়।
আরও পড়ুন: বঙ্গোপসাগরের চট্টগ্রাম উপকূলে লবণবাহী ৪ ট্রলারডুবি
আটক জহুরুল ইসলাম বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি ওই উপজেলার চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম সরকারের (প্রতীক-দোয়াত কলম) সমর্থক হয়ে কাজ করছেন।
সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলহাজ উদ্দিন বলেন, চেয়ারম্যান জহুরুল ইসলাম তামাই পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাহিরে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম সরকারের দোয়াত কলম প্রতীকের জন্য টাকা দিয়ে ভোট কিনছেন। এমন খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে ৯৪ হাজার টাকাসহ তাকে হাতেনাতে আটক করে।
এ ব্যাপারে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান বলেন, আটক জহুরুল ইসলামকে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: চট্টগ্রামে স্বাস্থ্য সহকারী পদে মৌখিক পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ৩