সিরাজগঞ্জ সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও ফেন্সিডিলসহ তিন ‘মাদক ব্যবসায়ীকে’ গ্রেপ্তার করেছে র্যাব-১২ সদস্যরা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত ঈমান আলী শেখের ছেলে মো. আতিক হাসান (২৫), সিরাজগঞ্জ পৌর এলাকার সাহেদনগর (ব্যাপারী পাড়া) মহল্লার মো. বাবুল সরকারের ছেলে মো. হাসান সরকার (২৮) ও হোসেনপুর খলিফা পাড়া মহল্লার মৃত চান্দু আলীর ছেলে মো. আবুল কালাম (৩৫)।
র্যাব-১২’র এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার মো. মোস্তাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকালে জেলার সদর উপজেলার শিয়ালকোল পাওয়ার গ্রীডের সামনে অভিযান চালিয়ে আতিক হাসানকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া মেসার্স পার্ক ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে হাসান সরকার ও আবুল কালামকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এ ব্যাপারে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে গ্রেপ্তার ৭, মাদক জব্দ