প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে সিরাজগঞ্জের যমুনা নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় যমুনায় সিরাজগঞ্জ পয়েন্টে ২৮ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যেই যমুনার অভ্যন্তরে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তবে যমুনা নদীর পানি এখনও বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী (হেড কোয়ার্টার) নাসির উদ্দিন জানান, পাহাড়ি ঢল ও দফায় দফায় বর্ষণে যমুনা নদীতে আবারও কয়েকদিন ধরে পানি বৃদ্ধি পাচ্ছে। ইতোমধ্যেই যমুনার অভ্যান্তরে অধিকাংশ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে ও হচ্ছে। এতে বিভিন্ন ফসল তলিয়ে যাওয়ার উপক্রমও হয়েছে। এভাবে যমুনায় পানি বাড়তে থাকলে বন্যার আশঙ্কা করা হচ্ছে।
তিনি বলেন, যমুনা নদীর তীরবর্তী শাহজাদপুর, চৌহালী ও সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে ভাঙনও দেখা দিয়েছে। বিশেষ করে শাহজাদপুর ও এনায়েতপুরে এ ভাঙ্গন বৃদ্ধি পেয়েছে।
পানি উন্নয়ন বোর্ড এসব স্থানে ভাঙনরোধে ব্যবস্থা নিচ্ছে বলে তিনি জানান।
আরও পড়ুন: ফরিদপুরে মধুমতি নদীতে ভাঙন